Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

ভারতীয় ভূগোলের প্রশ্নোত্তর For WBPSC, WB Group D, WBHRB Exam P3


Page 3

11. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ' নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ?
(A) 1999
(B) 1989
(C) 1979
(D) 1969
[WBCS - 2011]

Correct Answer: [A] 1999।
Add
12. সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে
(A) সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে
(B) সমুদ্রতলের অগ্নুৎপাত
(C) জোয়ারের পরিবর্তন
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [A] সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে।
Add
13. হিমালয় হচ্ছে
(A) ভঙ্গিল পর্বত
(B) স্তুপ পর্বত
(C) অবশিষ্ট পর্বত
(D) টেবিল ল্যান্ড
[WBCS - 2011]

Correct Answer: [A] ভঙ্গিল পর্বত।
Add
14. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত
(A) সার
(B) লোকোমোটিভ
(C) লোহা ও ইস্পাত
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [B] লোকোমোটিভ।
Add
15. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?
(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) অসম
(D) অরুণাচল প্রদেশ।
[WBCS - 2011]

Correct Answer: [D] অরুণাচল প্রদেশ।।
Add


0 Comments:

Post a Comment