Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Geography MCQ Practice Set on Online P33


Page 33

161. নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) খাসি পাহাড় (Kasi Hills)
(C) পূর্বঘাট পর্বত
(D) কচ্ছ (Kuch)
[WBCS - 2016]

Correct Answer: [D] কচ্ছ (Kuch)।
Add
162. ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?
(A) শতদ্রু
(B) গঙ্গা
(C) বিপাশা
(D) ইরাবতী
[WBCS - 2016]

Correct Answer: [A] শতদ্রু।
Add
163. নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
(A) AFC
(B) TVA
(C) DDC
(D) কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [B] TVA।
Add
164. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
(A) দার্জিলিং পর্বতশ্রেণি
(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি
(C) জয়ন্তী পাহাড়
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [B] সিঙ্গালীলা পর্বতশ্রেণি।
Add
165. স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উত্ভিদ হল
(A) দীর্ঘ তৃণভূমি
(B) সরলবর্গীয় অরণ্য
(C) চিরহরিৎ অরণ্য
(D) পর্ণমোচী অরণ্য
[WB Gr. D - 2017]

Correct Answer: [A] দীর্ঘ তৃণভূমি।
Add


0 Comments:

Post a Comment