Friday, 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Geography MCQ Practice Set on Online P33


Page 33

161. নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) খাসি পাহাড় (Kasi Hills)
(C) পূর্বঘাট পর্বত
(D) কচ্ছ (Kuch)
[WBCS - 2016]

Correct Answer: [D] কচ্ছ (Kuch)।
Add
162. ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?
(A) শতদ্রু
(B) গঙ্গা
(C) বিপাশা
(D) ইরাবতী
[WBCS - 2016]

Correct Answer: [A] শতদ্রু।
Add
163. নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
(A) AFC
(B) TVA
(C) DDC
(D) কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [B] TVA।
Add
164. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
(A) দার্জিলিং পর্বতশ্রেণি
(B) সিঙ্গালীলা পর্বতশ্রেণি
(C) জয়ন্তী পাহাড়
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [B] সিঙ্গালীলা পর্বতশ্রেণি।
Add
165. স্তেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উত্ভিদ হল
(A) দীর্ঘ তৃণভূমি
(B) সরলবর্গীয় অরণ্য
(C) চিরহরিৎ অরণ্য
(D) পর্ণমোচী অরণ্য
[WB Gr. D - 2017]

Correct Answer: [A] দীর্ঘ তৃণভূমি।
Add


0 Comments:

Post a Comment