Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Geography Preparation Online through MCQ and Short Note in Bengali P9


Page 9

41. পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল
(A) লিথোস্ফিয়ার
(B) হাইড্রোস্ফিয়ার
(C) অ্যাটমোস্ফিয়ার
(D) বায়োস্ফিয়ার
[WBCS - 2013]

Correct Answer: [D] বায়োস্ফিয়ার।
Add
42. নর্মদা নদীর উত্পত্তি কোথায় ?
(A) অমরকন্টক মালভূমি
(B) বিন্ধ্য পর্বতমালা
(C) মাইখাল পর্বতমালা
(D) পালনী পর্বত
[WBCS - 2013]

Correct Answer: [A] অমরকন্টক মালভূমি।
Add
43. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
(A) শতদ্রু
(B) ইরাবতী
(C) চন্দ্রভাগা
(D) ঝিলম
[WBCS - 2013]

Correct Answer: [D] ঝিলম।
Add
44. ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ?
(A) 1920
(B) 1850
(C) 1800
(D) 1775
[WBCS - 2013]

Correct Answer: [D] 1775।
Add
45. লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মণিপুর
[WBCS - 2013]

Correct Answer: [D] মণিপুর।
Add


0 Comments:

Post a Comment