Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Geography Preparation Online through MCQ and Short Note in Bengali P7


Page 7

31. ভোটদানের নূন্যতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে ?
(A) 1960 এর দশকে
(B) 1970 এর দশকে
(C) 1980 এর দশকে
(D) 1990 এর দশকে
[WBCS - 2015]

Correct Answer: [C] 1980 এর দশকে।
Add
32. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না?
(A) 25 নং ধার
(B) 26 নং ধারা
(C) 27 নং ধারা
(D) 28 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [D] 28 নং ধারা।
Add
33. নিচে দেওয়া বিবৃতিগুলি বিচার করুন : 1. রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান । 2. রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ পাঁচ বছর পদে আসীন থাকতে পারেন । 3. লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে । উপরের বিবৃতিগুলি কোনটি / কোনগুলি সঠিক ?
(A) 2 এবং 3
(B) 1 এবং 3
(C) শুধুমাত্র 2
(D) 1,2 এবং 3-এর কোনটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [B] 1 এবং 3।
Add
34. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন
(A) লোকসভার সঞ্চালক
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্র
(D) ভারতের উপ-রাষ্ট্রপতি
[WBCS - 2015]

Correct Answer: [D] ভারতের উপ-রাষ্ট্রপতি।
Add
35. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে?
(A) 24 নং ধারা
(B) 25 নং ধারা
(C) 26 নং ধার
(D) 27 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [C] 26 নং ধার।
Add

0 Comments:

Post a Comment