Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Geography - WB Govt Jobs Online Preparation in Bengali P13


Page 13

61. পশ্চিমবঙ্গের 'Dry Port’ -এর অবস্থান হল
(A) কলকাতা
(B) হলদিয়া
(C) কলকাতা, হলদিয়া ও দিঘা
(D) কলকাতা ও হলদিয়া
[WBCS - 2018]

Correct Answer: [C] কলকাতা, হলদিয়া ও দিঘা।
Add
62. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
(A) স্যাডেল শৃঙ্গ
(B) ডায়াবোলশৃঙ্গ
(C) কার নিকোবর
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2018]

Correct Answer: [A] স্যাডেল শৃঙ্গ।
Add
63. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে
(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
(B) সুন্দরবন অঞ্চল
(C) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
[WBCS - 2018]

Correct Answer: [C] উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা।
Add
64. ভারতের উচ্চতম শৃঙ্গ K2এই নামেও পরিচিত :
(A) কারাকোরাম
(B) কাশ্মীর
(C) গডউইন অস্টিন
(D) কেনিথ
[WBCS - 2018]

Correct Answer: [C] গডউইন অস্টিন।
Add
65. চিলকা হ্রদ হল
(A) নোনা জলের হ্রদ
(B) স্বাদু জলের হ্রদ
(C) বর্ষাকালেস্বাদু জলের হ্রদ
(D) গীষ্মকালে নোনা জলের হ্রদ
[WBCS - 2018]

Correct Answer: [A] নোনা জলের হ্রদ।
Add


0 Comments:

Post a Comment