Page 5
21. চিনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন —
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) প্রথম কুলোতঙ্গ
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) প্রথম কুলোতঙ্গ
[WBCS - 2017]
Correct Answer: [C] হর্ষবর্ধন ।
22. খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?
(A) পাল, চোল, পল্লব
(B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
(C) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট
(D) পাল, চোল, রাষ্ট্রকুট
(A) পাল, চোল, পল্লব
(B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
(C) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট
(D) পাল, চোল, রাষ্ট্রকুট
[WBCS - 2016]
Correct Answer: [B] পাল, প্রতিহার, রাষ্ট্রকূট।
23. কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?
(A) নসক
(B) গাল্লাবকস
(C) জাবতি
(D) কানকুট
(A) নসক
(B) গাল্লাবকস
(C) জাবতি
(D) কানকুট
[WBCS - 2016]
Correct Answer: [C] জাবতি।
24. কে 'বারভাইস সভা' সংগঠিত করেছিলেন ?
(A) মাধব রাও নারায়ণ
(B) দ্বিতীয় বাজীরাও
(C) মহাদাজী সিন্ধিয়া
(D) নানা ফড়নবিশ
(A) মাধব রাও নারায়ণ
(B) দ্বিতীয় বাজীরাও
(C) মহাদাজী সিন্ধিয়া
(D) নানা ফড়নবিশ
[WBCS - 2016]
Correct Answer: [D] নানা ফড়নবিশ।
25. কে 'খালসা' প্রবর্তন করেন ?
(A) গুরু তেগ বাহাদুর
(B) গুরু নানক
(C) গুরু গোবিন্দ সিংহ
(D) গুরু হরগোবিন্দ
(A) গুরু তেগ বাহাদুর
(B) গুরু নানক
(C) গুরু গোবিন্দ সিংহ
(D) গুরু হরগোবিন্দ
[WBCS - 2018]
Correct Answer: [C] গুরু গোবিন্দ সিংহ ।
0 Comments:
Post a Comment