Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian History MCQ For Govt Exam Practice Set P65


Page 65

320. ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল
(A) 1757খ্রীঃ
(B) 1765 খ্রীঃ
(C) 1772 খ্রীঃ
(D) 1784 খ্রীঃ
[WBCS - 2011]

Correct Answer: [B] 1765 খ্রীঃ।
Add
321. গান্ধিজি 'হিন্দ স্বরাজ' লিখেছিলেন —
(A) ইংল্যান্ড থেকে ভারতে যাত্রায় নৌজাহাজে
(B) সবরমতী আশ্রমে
(C) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে
(D) চম্পারন সত্যাগ্রহের সময়
[WBCS - 2016]

Correct Answer: [C] ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে।
Add
322. গান্ধিজীর বিখ্যাত উক্তি ‘ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক’ কার আগমন উপলক্ষ্যে করা হয় ?
(A) সাইমন কমিশন
(B) ক্যাবিনেট মিশন
(C) ক্রিপস মিশন
(D) লর্ড ওয়াভেল
[WBCS - 2015]

Correct Answer: [C] ক্রিপস মিশন।
Add
323. গোলামগিরি' গ্রন্থটি কে লেখেন?
(A) স্যার সৈয়দ আহমেদ খান
(B) রামমোহন রায়
(C) জ্যোতিবা ফুলে
(D) বি. আর. আম্বেদকার
[WBCS - 2018]

Correct Answer: [C] জ্যোতিবা ফুলে।
Add
324. গদরপার্টি' কোথায় গঠিত হয়েছিল ?
(A) নিউইয়র্ক
(B) টোকিও
(C) সানফ্রান্সিসকো
(D) লাহোর।
[WBCS - 2011]

Correct Answer: [C] সানফ্রান্সিসকো।
Add


0 Comments:

Post a Comment