Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian History MCQ with Short Notes P67


Page 67

330. দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল ?
(A) 555
(B) 558
(C) 560
(D) 562
[WBCS - 2016]

Correct Answer: [D] 562।
Add
331. নিখিল ভারত হোমরুল লীগ -এর প্রতিষ্ঠাতা ছিলেন
(A) অ্যানি বেসান্ত
(B) মহিলাল নেহরু
(C) বি.আর.আম্বেদকর
(D) সরোজিনী নাইডু
[WBCS - 2011]

Correct Answer: [A] অ্যানি বেসান্ত।
Add
332. নীল দর্পন লিখেছেন
(A) দিনাবন্ধু মিত্র
(B) হরিশ চন্দ্র মুখার্জী
(C) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
(D) রমেশ চন্দ্র দত্ত

Correct Answer: [A] দিনাবন্ধু মিত্র।
Add
333. নীল দর্পনের ইংরেজী অনুবাদ কারণে কারাদন্ডে কে দন্ডিত হয়েছিল?
(A) দিনা বন্দু বন্ধু
(B) মধুসূদন দত্ত।
(C) রিভারেন্ড লং
(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Correct Answer: [C] রিভারেন্ড লং।
Add
334. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
(A) রামমোহন রায়
(B) ডিরোজিও
(C) দেবেন্দ্রনাথ ঠাকুর
(D) ডেভিড হেয়ার
[WBCS - 2015]

Correct Answer: [B] ডিরোজিও।
Add


0 Comments:

Post a Comment