Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian History Short Question and Answer PDF In Bengali P19


Page 19

91. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান ?
(A) লর্ড ডালহৌসী
(B) লর্ড ক্যানিং
(C) লর্ড হার্ডিঞ্জ
(D) লর্ড রিপন
[WBCS - 2015]

Correct Answer: [A] লর্ড ডালহৌসী।
Add
92. ভারতে রেলওয়ে ও টেলিগ্রাফ কে চালু করেছিলেন?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড ক্যানিং।
(C) লর্ড হার্ডিং
(D) লর্ড রিপন

Correct Answer: [A] লর্ড ডালহৌসি।
Add
93. ভারতের ‘সিভিল সার্ভিস’ কে শুরু করেন ?
(A) লর্ড হার্ডিঞ্জ
(B) উইলিয়াম বেন্টিঙ্ক
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ডালহৌসী
[WBCS - 2011, 15]

Correct Answer: [D] লর্ড ডালহৌসী।
Add
94. ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?
(A) লর্ড কর্ণওয়ালিশ
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড হার্ডিঞ্জ
(D) লর্ড হেস্টিংস
[WBCS - 2018]

Correct Answer: [B] লর্ড ডালহৌসি।
Add
95. ভারতের কোন ধর্ম সংস্কারক জাতীয়তাবাদের আন্দোলনকে প্রভাবিত করেছিল ?
(A) ব্রালিমো সমাজ
(B) আর্য সমাজ
(C) রামকৃষ্ণ মিশন
(D) উপরের সব

Correct Answer: [D] উপরের সব।
Add


0 Comments:

Post a Comment