Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

ভারতীয় ইতিহাস এমসিকিউ বই পিডিএফ Download P28


Page 28

136. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আই.এ.এস চালু করেছিলেন —
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) গোবিন্দবল্লভ পন্থ
(C) এস.বি. চ্যবন
(D) কৃষ্ণ মেনন
[WBCS - 2012]

Correct Answer: [A] সর্দার বল্লভভাই প্যাটেল।
Add
137. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
(A) চক্রবর্তী রাজা গোপালাচারী
(B) লর্ড মাউন্টব্যাটেন
(C) রাজেন্দ্র প্রসাদ
(D) মৌলানা আবুল কালাম আজাদ
[WBCS - 2012]

Correct Answer: [A] চক্রবর্তী রাজা গোপালাচারী।
Add
138. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?
(A) 1854 - 1855
(B) 1890
(C) 1899 - 1900
(D) 1902।
[WBCS - 2011]

Correct Answer: [C] 1899 - 1900।
Add
139. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
(A) চোখের বালি
(B) ঘরে বাইরে
(C) চতুরঙ্গ
(D) চার অধ্যায়
[WBCS - 2013]

Correct Answer: [B] ঘরে বাইরে।
Add
140. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ?
(A) লিয়াকৎ আলি খান
(B) লিয়াকৎ হোসেন
(C) মহম্মদ আলি
(D) এ.কে. আজাদ
[WBCS - 2012]

Correct Answer: [A] লিয়াকৎ আলি খান।
Add


0 Comments:

Post a Comment