Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

ভারতীয় ইতিহাস এমসিকিউ বই পিডিএফ Download P28


Page 28

136. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আই.এ.এস চালু করেছিলেন —
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) গোবিন্দবল্লভ পন্থ
(C) এস.বি. চ্যবন
(D) কৃষ্ণ মেনন
[WBCS - 2012]

Correct Answer: [A] সর্দার বল্লভভাই প্যাটেল।
Add
137. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
(A) চক্রবর্তী রাজা গোপালাচারী
(B) লর্ড মাউন্টব্যাটেন
(C) রাজেন্দ্র প্রসাদ
(D) মৌলানা আবুল কালাম আজাদ
[WBCS - 2012]

Correct Answer: [A] চক্রবর্তী রাজা গোপালাচারী।
Add
138. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?
(A) 1854 - 1855
(B) 1890
(C) 1899 - 1900
(D) 1902।
[WBCS - 2011]

Correct Answer: [C] 1899 - 1900।
Add
139. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
(A) চোখের বালি
(B) ঘরে বাইরে
(C) চতুরঙ্গ
(D) চার অধ্যায়
[WBCS - 2013]

Correct Answer: [B] ঘরে বাইরে।
Add
140. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ?
(A) লিয়াকৎ আলি খান
(B) লিয়াকৎ হোসেন
(C) মহম্মদ আলি
(D) এ.কে. আজাদ
[WBCS - 2012]

Correct Answer: [A] লিয়াকৎ আলি খান।
Add


0 Comments:

Post a Comment