Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Polity MCQ For Competitive Exam in West Bengal P1


Page 1

1. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —
(A) উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) লোকসভার অধ্যক্ষ
[WBCS - 2017]

Correct Answer: [B] ভারতের রাষ্ট্রপতি।
Add
2. ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার
(A) কেন্দ্রীয় মন্ত্রিসভা
(B) রাষ্ট্রপতি
(C) সংস
(D) সুপ্রিমকোর্ট
[WBCS - 2013]

Correct Answer: [D] সুপ্রিমকোর্ট।
Add
3. অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়—
(A) প্রত্যেক দুই বছর অন্তর
(B) প্রত্যেক তিন বছর অন্তর
(C) প্রত্যেক পাঁচ বছর অন্তর
(D) প্রত্যেক চার বছর অন্তর ।
[WBCS - 2011]

Correct Answer: [C] প্রত্যেক পাঁচ বছর অন্তর।
Add
4. নীতি আয়োগ গঠিত হলো —
(A) কেন্দ্রীয় ক্যাবিনেট -এর সিদ্ধান্তের ফলে
(B) ভারতের সংবিধানের সংশোধনীর ফলে
(C) (A) এবং (B) দুটিই সত্য
(D) (A) এবং (B) কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [A] কেন্দ্রীয় ক্যাবিনেট -এর সিদ্ধান্তের ফলে।
Add
5. যদি একটি Monetary Bill রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপ কী হবে ?
(A) লোকসভা, রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে ।
(B) লোকসভা পুনরায় বিবেচনার জন্য ঐ বিল গ্রহণ করতে পারে না ।
(C) লোকসভা ঐ বিল পুনরায় রাজ্যসভায় ফেরত পাঠাতে পারে পূনর্বিবেচনার জন্য ।
(D) রাষ্ট্রপতি একটি যৌথ আলোচনায় বসার জন্য বলতে পারেন বিলটি পাশ করার জন্য ।
[WBCS - 2019]

Correct Answer: [A] লোকসভা, রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে ।।
Add

0 Comments:

Post a Comment