Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Polity MCQ in Bengali For WB Govt Jobs P17


Page 17

81. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় —
(A) জাতীয় স্বার্থে
(B) সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে
(C) শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলক ভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে
(D) সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে ।
[WBCS - 2011]

Correct Answer: [A] জাতীয় স্বার্থে।
Add
82. নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে—
(A) পাবলিক অ্যাকাউন্টস কমিটি
(B) এস্টিমেটস কমিটি
(C) পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি
(D) উপরের সবগুলোই ।
[WBCS - 2011]

Correct Answer: [A] পাবলিক অ্যাকাউন্টস কমিটি।
Add
83. সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হল—
(A) প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
(B) আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ক
(C) শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক
(D) কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক।
[WBCS - 2011]

Correct Answer: [D] কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক।।
Add
84. তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য
(A) জম্মু ও কাশ্মির
(B) মিজোরাম
(C) মণিপুর
(D) নাগাল্যান্ড
[WBCS - 2011]

Correct Answer: [A] জম্মু ও কাশ্মির।
Add
85. 1992 সালে সংবিধানের 73 তম সংশোধনীটি 1. গ্রাম ও অন্যান স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে । 2. সংবিধানে শহরের স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সম্পর্কে একটি নুতন অংশ সংযোজিত করেছে । 3. নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচনী কমিশনের তত্ত্ববধানে অনুষ্ঠিত নির্বাচনে সব পঞ্চায়েত সদস্যরা পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হবেন । উপরের বিবৃতি গুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ?
(A) 1এবং
(B) 1 এবং 3
(C) শুধুমাত্র 1
(D) শুধুমাত্র 2
[WBCS - 2011]

Correct Answer: [B] 1 এবং 3।
Add

0 Comments:

Post a Comment