Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Polity MCQ Practice Set For Govt Job P4


Page 4

16. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোন একটির জন্য?
(A) 26 নং ধারা
(B) 27 নং ধারা
(C) 28 নং ধারা
(D) 29 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [D] 29 নং ধারা।
Add
17. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার 'অস্পৃশ্যতা'র অবলুপ্তি ঘটানো হয়েছে?
(A) 12 নং ধার
(B) 15 নং ধার
(C) 16 নং ধার
(D) 17 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [D] 17 নং ধারা।
Add
18. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা —
(A) এক-স্তরীয়
(B) দুই-স্তরীয়
(C) তিন-স্তরীয়
(D) চার-স্তরীয়
[WBCS - 2017]

Correct Answer: [C] তিন-স্তরীয়।
Add
19. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে?
(A) 1 নং ধার
(B) 2 নং ধার
(C) 3 নং ধার
(D) 4 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [A] 1 নং ধার।
Add
20. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?
(A) 10 নং ধারা
(B) 11 নং ধার
(C) 12 নং ধার
(D) 13 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [C] 12 নং ধার।
Add

0 Comments:

Post a Comment