Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Polity - WB Govt Jobs Online Preparation in Bengali P10


Page 10

46. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে ?
(A) 60তম সংশোধনী
(B) 61তম সংশোধনী
(C) 62তম সংশোধনী
(D) 63তম সংশোধনী ।
[WBCS - 2011]

Correct Answer: [B] 61তম সংশোধনী।
Add
47. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ?
(A) পরিকল্পনা কমিশন
(B) আন্তঃরাজ্য কাউন্সিল
(C) নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল
(D) অর্থ কমিশন
[WBCS - 2019]

Correct Answer: [D] অর্থ কমিশন।
Add
48. ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়—
(A) 14 বছরের কম
(B) 12 বছরের কম
(C) 7 বছরের কম
(D) 15 বছরের কম ।
[WBCS - 2011]

Correct Answer: [A] 14 বছরের কম।
Add
49. ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়
(A) কেন্দ্রীয় তালিকায়
(B) রাজ্য তালিকা
(C) যৌথ তালিকা
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2018]

Correct Answer: [C] যৌথ তালিকা।
Add
50. লোকসভার স্পিকার—
(A) দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,
(B) লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন
(C) কোনো ভোট দিতে পারেন না
(D) দুটি ভোট দিতে পারেন— একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভর সমান হলে ।
[WBCS - 2011]

Correct Answer: [A] দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,।
Add

0 Comments:

Post a Comment