Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

[Indian Polity] West Bengal Job Preparation in Bengali through MCQ Set P8


Page 8

36. 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না ?
(A) মৌলিক অধিকার
(B) মৌলিক কর্তব্য
(C) রাষ্ট্রপতি শাসন
(D) জরুরি অবস্থা
[WBCS - 2017]

Correct Answer: [B] মৌলিক কর্তব্য।
Add
37. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ
(A) চার বছর
(B) পাঁচ বছ
(C) ছয় বছর
(D) আট বছর
[WBCS - 2015]

Correct Answer: [C] ছয় বছর।
Add
38. ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে?
(A) 1 নং অংশে
(B) 2 নং অংশে
(C) 3 নং অংশ
(D) 4 নং অংশে
[WBCS - 2016]

Correct Answer: [B] 2 নং অংশে।
Add
39. কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ?
(A) 73 তম
(B) 74 তম
(C) 86 তম
(D) 91 তম
[WBCS - 2011]

Correct Answer: [C] 86 তম।
Add
40. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
(A) ডঃ আম্বেদকর
(B) রাজাগোপালাচারী
(C) আবুল কালাম আজাদ
(D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ
[WBCS - 2013]

Correct Answer: [A] ডঃ আম্বেদকর।
Add

0 Comments:

Post a Comment