Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MCQ on Modern Indian History For West Bengal SSC, Police, Health Exam P17


Page 17

81. বাংলার কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করছিলেন
(A) এ কে ফজলুল হক
(B) মুজাফফর আহমেদ।
(C) আবদুল হালিম
(D) হুমায়ুন কবির

Correct Answer: [A] এ কে ফজলুল হক।
Add
82. বাঘা যতীন' নামে কে পরিচিত ছিলেন ?
(A) বাঘা যতীন দাস
(B) যতীন্দ্রনাথ মুখার্জী
(C) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [B] যতীন্দ্রনাথ মুখার্জী।
Add
83. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয় ?
(A) লাহোর
(B) দিল্লী
(C) বোম্বে
(D) লক্ষ্ণৌ
[WBCS - 2019]

Correct Answer: [A] লাহোর।
Add
84. ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন ?
(A) মহাত্মা গান্ধি
(B) জহরলাল নেহেরু
(C) জে বি কৃপালনী
(D) সর্দার প্যাটেল
[WBCS - 2016]

Correct Answer: [C] জে বি কৃপালনী।
Add
85. ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ -এর আত্মসমর্পণ— ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন ?
(A) সইফুদ্দিন কিচলু
(B) এম এন রায়
(C) সি. রাজাগোপালাচারী
(D) মৌলানা মহ: আলি
[WBCS - 2016]

Correct Answer: [A] সইফুদ্দিন কিচলু।
Add


0 Comments:

Post a Comment