Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MCQ on Modern Indian History in Bengali Quiz P18


Page 18

86. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন
(A) এ. ও. হিউম
(B) বাল গঙ্গাধর তিলক
(C) মতিলাল নেহরু
(D) সুরেন্দ্র নাথ ব্যানার্জী
[WBCS - 2019]

Correct Answer: [A] এ. ও. হিউম।
Add
87. ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল
(A) কলকাতা
(B) বোম্বাই
(C) মাদ্রাজ
(D) এলাহাবাদ
[WBCS - 2017]

Correct Answer: [B] বোম্বাই।
Add
88. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন
(A) ভাগিনী নিবেদিত
(B) অ্যানি বেসান্ত
(C) মাদাম কামা
(D) মাতঙ্গিনী হাজরা
[WBCS - 2011]

Correct Answer: [C] মাদাম কামা।
Add
89. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
(A) আবুল কালাম আজাদ
(B) সৈয়দ আহমেদ খান
(C) বদ্রুদ্দিন তৈয়াবজি
(D) ফজলুল হক
[WBCS - 2018]

Correct Answer: [C] বদ্রুদ্দিন তৈয়াবজি।
Add
90. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল ?
(A) বেঙ্গল গেজেট
(B) কলকাতা ক্রনিকল
(C) বম্বে হেরাল্ড
(D) মাদ্রাজ কুরিয়ার

Correct Answer: [A] বেঙ্গল গেজেট।
Add


0 Comments:

Post a Comment