Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MCQ Practice Set in Bengali on Indian Geography P38


Page 38

186. বাউন্ডারী কমিশনের' প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ?
(A) ভি.পি. মেনন
(B) স্যার সিরিল র‍্যাডক্লিফ
(C) স্ট্যাফোর্ড ক্রিপস
(D) লর্ড পেথিক লরেন্স
[WBCS - 2012]

Correct Answer: [B] স্যার সিরিল র‍্যাডক্লিফ।
Add
187. সিন্ধু নদের উত্পত্তিস্থল হচ্ছে—
(A) শেষনাগ হ্রদ
(B) ভীমতাল হ্রদ
(C) নাসের হ্রদ
(D) মানস সরোবর হ্রদ
[WBCS - 2012]

Correct Answer: [D] মানস সরোবর হ্রদ।
Add
188. ভারত ও বাংলাদেশের মধ্যে 'গঙ্গাজল চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে ?
(A) 1994
(B) 1995
(C) 1996
(D) 1997
[WBCS - 2012]

Correct Answer: [C] 1996।
Add
189. পীরপাঞ্জাল গিরি শ্রেণি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত—
(A) 'Greater' হিমালয় বা উচ্চ হিমালয়
(B) 'Trans Himalayas' অংশ বিশেষ
(C) 'Lesser' হিমালয় বা মধ্যহিমালয়
(D) শিবালিক
[WBCS - 2012]

Correct Answer: [A] 'Greater' হিমালয় বা উচ্চ হিমালয়।
Add
190. পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে —
(A) 'World Heritage Site'
(B) 'Ransar Site'
(C) জীব বৈচিত্র্য অঞ্চল
(D) উপরোক্ত কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] 'Ransar Site'।
Add


0 Comments:

Post a Comment