Friday, 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MCQ Practice Set in Bengali on Indian Geography P38


Page 38

186. বাউন্ডারী কমিশনের' প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ?
(A) ভি.পি. মেনন
(B) স্যার সিরিল র‍্যাডক্লিফ
(C) স্ট্যাফোর্ড ক্রিপস
(D) লর্ড পেথিক লরেন্স
[WBCS - 2012]

Correct Answer: [B] স্যার সিরিল র‍্যাডক্লিফ।
Add
187. সিন্ধু নদের উত্পত্তিস্থল হচ্ছে—
(A) শেষনাগ হ্রদ
(B) ভীমতাল হ্রদ
(C) নাসের হ্রদ
(D) মানস সরোবর হ্রদ
[WBCS - 2012]

Correct Answer: [D] মানস সরোবর হ্রদ।
Add
188. ভারত ও বাংলাদেশের মধ্যে 'গঙ্গাজল চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে ?
(A) 1994
(B) 1995
(C) 1996
(D) 1997
[WBCS - 2012]

Correct Answer: [C] 1996।
Add
189. পীরপাঞ্জাল গিরি শ্রেণি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত—
(A) 'Greater' হিমালয় বা উচ্চ হিমালয়
(B) 'Trans Himalayas' অংশ বিশেষ
(C) 'Lesser' হিমালয় বা মধ্যহিমালয়
(D) শিবালিক
[WBCS - 2012]

Correct Answer: [A] 'Greater' হিমালয় বা উচ্চ হিমালয়।
Add
190. পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে —
(A) 'World Heritage Site'
(B) 'Ransar Site'
(C) জীব বৈচিত্র্য অঞ্চল
(D) উপরোক্ত কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] 'Ransar Site'।
Add


0 Comments:

Post a Comment