Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MCQ Practice Set in Bengali on Indin Polity in Bengali P22


Page 22

106. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে
(A) বিশেষ ট্রাইবুনাল
(B) সুপ্রিমকোর্ট
(C) কেন্দ্রীয় মন্ত্রিসভ
(D) সংসদ
[WBCS - 2013]

Correct Answer: [D] সংসদ।
Add
107. ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হল
(A) অঙ্গরাজ্যের বিষয়
(B) কেন্দ্রীয় সরকারের বিষ
(C) কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [C] কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়।
Add
108. 'ধর্ম নিরপেক্ষতা' এই ধারণাটির সঠিক দ্যোতনা—
(A) রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে
(B) রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোন ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না
(C) সংখ্যালঘু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোন ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না।
Add
109. 'হিন্দু উত্তরাধিকার আইন' কীসের জন্য দায়ী ?
(A) জমির কম উত্পাদনশীলতা
(B) কৃষিকার্যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ না করা
(C) জল সেচ ব্যবস্থার সুবিধা না থাক
(D) ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন ও খন্ডিতকরণ
[WBCS - 2012]

Correct Answer: [D] ক্ষুদ্র ক্ষুদ্র জোত জমিতে বিভাজন ও খন্ডিতকরণ।
Add
110. 'জাতীয় সংহতি দিবস' পালিত হয়—
(A) 30 অক্টোবর
(B) 31 অক্টোবর
(C) 25 অক্টোবর
(D) 29 অক্টোবর
[WBCS - 2012]

Correct Answer: [A] 30 অক্টোবর।
Add

0 Comments:

Post a Comment