Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস প্রশ্ন পিডিএফ P15


Page 15

71. দিল্লিতে কুতুবমিনার কে নির্মাণ করেন ?        
(A)   কুতুবউদ্দিন আইবক    
(B) ইলতুৎমিস    
(C) বলবন     
(D) আলাউদ্দিন খিলজি  ।
[WBCS - 2011]

Correct Answer: [A]   কুতুবউদ্দিন আইবক    ।
Add
72. তারিখ-ই-ফিরুজশাহী' গ্রন্থটির রচয়িতা কে  ?     
(A) আবুল ফজল      
(B) মিনহাজ-উজ-সিরাজ   
(C) জিয়াউদ্দিন বারানী    
(D) আল বিরুণী 
[WBCS - 2012]

Correct Answer: [C] জিয়াউদ্দিন বারানী    ।
Add
73. তকাভি' বলতে কি বোঝায় ?
(A) কৃষক ঋণ
(B) এক ধরনের উর্বর জমি
(C) হিন্দুদের উপর আরোপিত কর
(D) অনুর্বর জমি
[WBCS - 2016]

Correct Answer: [A] কৃষক ঋণ।
Add
74. টিপু সুলতানের রাজধানী ছিল    
(A) মহীশুর    
(B)   সেরেঙ্গাপট্টম    
(C) শৃঙ্গেরী     
(D)   বেলুড়
[WBCS - 2011]

Correct Answer: [B]   সেরেঙ্গাপট্টম    ।
Add
75. খালিমপুর তাম্রপট' পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?     
(A) দেবপাল    
(B) রামপাল    
(C) ধর্মপাল    
(D) প্রথম মহীপাল  
[WBCS - 2012]

Correct Answer: [C] ধর্মপাল    ।
Add


0 Comments:

Post a Comment