Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

মধ্যযুগের ভারতীয় ইতিহাস MCQ For Govt Exam in Bengali P1


Page 1

1. সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন —        
(A) আকবর      
(B) ঔরঙ্গজেব      
(C) জাহান্দার শাহ     
(D) মহম্মদ শাহ  
[WBCS - 2017]

Correct Answer: [A] আকবর      ।
Add
2. শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল  
(A)   1672 খ্রীঃ   
(B)   1673 খ্রীঃ   
(C) 1674 খ্রীঃ    
(D)   1975 খ্রীঃ
[WBCS - 2011]

Correct Answer: [C] 1674 খ্রীঃ    ।
Add
3. রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন ?
(A) সুকারচাকিয়া মিসল
(B) ভেঙ্গি মিসল
(C) কানহেয়া মিসল
(D) গোবিন্দ মিসল
[WBCS - 2016]

Correct Answer: [A] সুকারচাকিয়া মিসল।
Add
4. রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল —     
(A) কাছোয়া      
(B) শিশোদিয়া       
(C) সোলাঙ্কি     
(D) পরামার
[WBCS - 2017]

Correct Answer: [B] শিশোদিয়া       ।
Add
5. মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল—
(A) উর্দু
(B) ফার্সি
(C) ফার্সি এবং আঞ্চলিক ভাষা
(D) তুর্কি
[WBCS - 2016]

Correct Answer: [B] ফার্সি।
Add


0 Comments:

Post a Comment