Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History MCQ in Bengali for WB Govt Jobs P13


Page 13

61. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?       
(A) ছোটনাগপুর     
(B) সিংভূম     
(C) সাতারা     
(D) খন্দেশ
[WBCS - 2013]

Correct Answer: [A] ছোটনাগপুর     ।
Add
62. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?
(A) বিজাপুর
(B) গোলকুণ্ডা
(C) হাম্পি
(D) বরোদা
[WBCS - 2016]

Correct Answer: [C] হাম্পি।
Add
63. বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে ?     
(A) সরফরাজ খান    
(B) সাওকত জঙ্গ    
(C) আলিবর্দী খান   
(D) সুজাউদ্দিন
[WBCS - 2012]

Correct Answer: [D] সুজাউদ্দিন।
Add
64. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?     
(A) হায়দার আলি     
(B) সফদার জঙ্গ       
(C) মীর কাসিম     
(D) টিপু সুলতান
[WBCS - 2018]

Correct Answer: [D] টিপু সুলতান।
Add
65. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি ?         
(A) কাশ্মির    
(B) বাংলা   
(C) বিহার    
(D) আসাম  ।
[WBCS - 2011]

Correct Answer: [D] আসাম  ।।
Add


0 Comments:

Post a Comment