Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History MCQ PDF Download P8


Page 8

36. মুর্শিদকুলি খান ঢাকা থেক তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?        
(A) মুঙ্গের    
(B) মুর্শিদাবাদ    
(C) গৌড়    
(D) পান্ডুয়া ।
[WBCS - 2011]

Correct Answer: [B] মুর্শিদাবাদ    ।
Add
37. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —        
(A) তেগ বাহাদুর      
(B) নানক      
(C) গোবিন্দ সিংহ     
(D) অর্জুন দেব  
[WBCS - 2017]

Correct Answer: [A] তেগ বাহাদুর      ।
Add
38. ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন  ?       
(A) ইংরেজ কোম্পানি বাংলার দেওয়ান হল         
(B) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল        
(C) ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল         
(D) মহীশূরের হায়দর আলির মৃত্যু 
[WBCS - 2012]

Correct Answer: [B] পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যুদস্ত হল        ।
Add
39. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?      
(A) ইব্রাহিম লোদী     
(B) সিকন্দর লোদী     
(C) দৌলত খাঁ লোদী     
(D) শের খাঁ
[WBCS - 2013]

Correct Answer: [C] দৌলত খাঁ লোদী     ।
Add
40. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?     
(A) হুশেন শাহ    
(B) গিয়াসউদ্দিন মামুদ শাহ    
(C) নসরৎ শাহ    
(D) ইলিয়াস শাহ  ।
[WBCS - 2011]

Correct Answer: [B] গিয়াসউদ্দিন মামুদ শাহ    ।
Add


0 Comments:

Post a Comment