Page 4
16. নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন
(A) আলাউদ্দিন খিলজী
(B) গিয়াসউদ্দিন বলবন
(C) মহম্মদ বিন-তুঘলক
(D) এঁদের কেউই নন
(A) আলাউদ্দিন খিলজী
(B) গিয়াসউদ্দিন বলবন
(C) মহম্মদ বিন-তুঘলক
(D) এঁদের কেউই নন
[WBCS - 2011]
Correct Answer: [A] আলাউদ্দিন খিলজী ।
17. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ?
(A) নিকলো কন্টি
(B) ফ্রাঙ্কোয়া বার্নিয়ের
(C) স্যার টমাস রো
(D) আথানসিয়াস নিকিতিন
(A) নিকলো কন্টি
(B) ফ্রাঙ্কোয়া বার্নিয়ের
(C) স্যার টমাস রো
(D) আথানসিয়াস নিকিতিন
[WBCS - 2012]
Correct Answer: [C] স্যার টমাস রো ।
18. দীন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) মহম্মদ বিন তুঘলক
(C) কবির
(D) আকবর ।
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) মহম্মদ বিন তুঘলক
(C) কবির
(D) আকবর ।
[WBCS - 2011]
Correct Answer: [D] আকবর ।।
19. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) ইলতুৎমিস
(B) বলবন
(C) নাসিরুদ্দিন
(D) কুতুবউদ্দিন আইবক
(A) ইলতুৎমিস
(B) বলবন
(C) নাসিরুদ্দিন
(D) কুতুবউদ্দিন আইবক
[WBCS - 2013]
Correct Answer: [D] কুতুবউদ্দিন আইবক।
20. টোডারমল' কে ছিলেন ?
(A) শেরশাহের একজন মন্ত্রী
(B) আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ
(C) মেবারের একজন রাজপুত্র
(D) জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ
(A) শেরশাহের একজন মন্ত্রী
(B) আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ
(C) মেবারের একজন রাজপুত্র
(D) জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ
[WBCS - 2012]
Correct Answer: [B] আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ ।
0 Comments:
Post a Comment