Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History MCQ PDF WBPSC Exam in Bengali P4


Page 4

16. নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন      
(A) আলাউদ্দিন খিলজী    
(B) গিয়াসউদ্দিন বলবন   
(C) মহম্মদ বিন-তুঘলক   
(D) এঁদের কেউই নন
[WBCS - 2011]

Correct Answer: [A] আলাউদ্দিন খিলজী    ।
Add
17. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ?       
(A) নিকলো কন্টি    
(B) ফ্রাঙ্কোয়া বার্নিয়ের     
(C) স্যার টমাস রো   
(D) আথানসিয়াস নিকিতিন
[WBCS - 2012]

Correct Answer: [C] স্যার টমাস রো   ।
Add
18. দীন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন ?     
(A) ফিরোজ শাহ তুঘলক    
(B) মহম্মদ বিন তুঘলক    
(C) কবির    
(D) আকবর ।
[WBCS - 2011]

Correct Answer: [D] আকবর ।।
Add
19. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?      
(A) ইলতুৎমিস     
(B) বলবন     
(C) নাসিরুদ্দিন     
(D) কুতুবউদ্দিন আইবক
[WBCS - 2013]

Correct Answer: [D] কুতুবউদ্দিন আইবক।
Add
20. টোডারমল' কে ছিলেন  ?      
(A) শেরশাহের একজন মন্ত্রী     
(B) আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ    
(C) মেবারের একজন রাজপুত্র    
(D) জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ
[WBCS - 2012]

Correct Answer: [B] আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ    ।
Add


0 Comments:

Post a Comment