Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History Objective Questions and Answers PDF Download in Bengali P11


Page 11

51. কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন  ?       
(A) জাহাঙ্গীর    
(B) আওরঙ্গজেব     
(C) শাহজাহান   
(D) বাহাদুর শাহ 
[WBCS - 2012]

Correct Answer: [C] শাহজাহান   ।
Add
52. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?        
(A) আকবর      
(B) জাহাঙ্গীর      
(C) শাজাহান      
(D) আরঙ্গজেব
[WBCS - 2013]

Correct Answer: [A] আকবর      ।
Add
53. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন ?        
(A) বাবর      
(B) আকবর      
(C) শাহজাহান      
(D) ঔরঙ্গজেব  
[WBCS - 2017]

Correct Answer: [A] বাবর      ।
Add
54. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?       
(A) ফিরোজ শাহ তুঘলক     
(B) মহম্মদ বিন তুঘলক     
(C) আলাউদ্দিন খলজি    
(D) সিকান্দার লোদি
[WBCS - 2018]

Correct Answer: [C] আলাউদ্দিন খলজি    ।
Add
55. কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?       
(A) কুতুবুদ্দিন বখতিয়ার কাকী      
(B) নাসিরুদ্দিন কুবাচা       
(C) ইলতুৎমিস      
(D) Qকুতুবুদ্দিন আইবক
[WBCS - 2018]

Correct Answer: [C] ইলতুৎমিস      ।
Add


0 Comments:

Post a Comment