Wednesday, 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History Objective Questions In Bengali P14


Page 14

66. নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ?
(A) তহকিক-ই-হিন্দ
(B) শাহনামা
(C) তারিখ-ই-ফিরোজশাহী
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [No Input] ।
Add
67. নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন ।   
(A) হুমায়ুন    
(B)   শেরশাহ     
(C)   বাবর    
(D) এঁদের কেউই নন
[WBCS - 2011]

Correct Answer: [C]   বাবর    ।
Add
68. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন  ?       
(A) খিলজি বংশের একজন সুলতান     
(B) একজন সুফি সন্ত     
(C) গিয়াসুদ্দিন বলবনের একজন মন্ত্রী    
(D) আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ
[WBCS - 2012]

Correct Answer: [B] একজন সুফি সন্ত     ।
Add
69. দিল্লির কোন সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?     
(A) ইলতুৎমিস    
(B) বলবন    
(C)   মহম্মদ বিন তুঘলক    
(D) ফিরোজ শাহ তুঘলক   ।
[WBCS - 2011]

Correct Answer: [D] ফিরোজ শাহ তুঘলক   ।।
Add
70. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?        
(A) ইলতুৎমিস    
(B) আলাউদ্দিন খিলজি     
(C) মহম্মদ বিন তুঘলক     
(D) ফিরোজ শাহ তুঘলক  । 
[WBCS - 2011]

Correct Answer: [D] ফিরোজ শাহ তুঘলক  । ।
Add


0 Comments:

Post a Comment