Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History Objective Questions In Bengali P14


Page 14

66. নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ?
(A) তহকিক-ই-হিন্দ
(B) শাহনামা
(C) তারিখ-ই-ফিরোজশাহী
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [No Input] ।
Add
67. নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন ।   
(A) হুমায়ুন    
(B)   শেরশাহ     
(C)   বাবর    
(D) এঁদের কেউই নন
[WBCS - 2011]

Correct Answer: [C]   বাবর    ।
Add
68. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন  ?       
(A) খিলজি বংশের একজন সুলতান     
(B) একজন সুফি সন্ত     
(C) গিয়াসুদ্দিন বলবনের একজন মন্ত্রী    
(D) আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ
[WBCS - 2012]

Correct Answer: [B] একজন সুফি সন্ত     ।
Add
69. দিল্লির কোন সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?     
(A) ইলতুৎমিস    
(B) বলবন    
(C)   মহম্মদ বিন তুঘলক    
(D) ফিরোজ শাহ তুঘলক   ।
[WBCS - 2011]

Correct Answer: [D] ফিরোজ শাহ তুঘলক   ।।
Add
70. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?        
(A) ইলতুৎমিস    
(B) আলাউদ্দিন খিলজি     
(C) মহম্মদ বিন তুঘলক     
(D) ফিরোজ শাহ তুঘলক  । 
[WBCS - 2011]

Correct Answer: [D] ফিরোজ শাহ তুঘলক  । ।
Add


0 Comments:

Post a Comment