Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History Objective Questions For WBPSC in Bengali P7


Page 7

31. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি ছিলেন —     
(A) আকবর      
(B) জাহাঙ্গীর      
(C) শাহজাহান      
(D) ঔরঙ্গজেব
[WBCS - 2017]

Correct Answer: [D] ঔরঙ্গজেব।
Add
32. সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?       
(A) 1707    
(B) 1739     
(C) 1756     
(D) 1757
[WBCS - 2013]

Correct Answer: [C] 1756     ।
Add
33. শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ?    
(A)   রণজিৎ সিং    
(B)   অমর সিং     
(C)   লালা লাজপত রায়    
(D) ভগৎ সিং
[WBCS - 2011]

Correct Answer: [C]   লালা লাজপত রায়    ।
Add
34. লক্ষ্মণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন ?         
(A) মহম্মদ ঘোরি      
(B) বখতিয়ার খিলজি     
(C) কুতুবুদ্দিন  আইবক     
(D) ইলতুৎমিস ।
[WBCS - 2011]

Correct Answer: [B] বখতিয়ার খিলজি     ।
Add
35. রজমনামা' যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি ছিল —       
(A) উপনিষদ    
(B) রামায়ণ     
(C) গীতা     
(D) মহাভারত  
[WBCS - 2017]

Correct Answer: [No Input] ।
Add


0 Comments:

Post a Comment