Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History Questions PDF in Bengali P9


Page 9

41. বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত্ত নেতা কে ছিলেন ?      
(A) ধেকাতা    
(B) গান্ধাতা    
(C) দিব্য    
(D) ময়ুরধ্বজ 
[WBCS - 2012]

Correct Answer: [C] দিব্য    ।
Add
42. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?      
(A) মীর কাশিম      
(B) মীরজাফর       
(C) নিজাম-উদ-দ্দৌলা      
(D) সুজা-উদ-দৌলা
[WBCS - 2018]

Correct Answer: [A] মীর কাশিম      ।
Add
43. নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না ?
(A) কুতুবুদ্দিন আইবক       
(B) ইলতুৎমিস      
(C) রাজিয়া      
(D) বলবন
[WBCS - 2015]

Correct Answer: [C] রাজিয়া      ।
Add
44. নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন   
(A) 1738 খ্রীঃ   
(B) 1739 খ্রীঃ     
(C) 1740 খ্রীঃ     
(D) 1741 খ্রীঃ
[WBCS - 2011]

Correct Answer: [B] 1739 খ্রীঃ     ।
Add
45. দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন  ?      
(A) আলাউদ্দিন আলম শাহ    
(B) ইব্রাহিম লোদী    
(C) বাহলুল লোদী    
(D) সিকান্দার লোদী 
[WBCS - 2012]

Correct Answer: [B] ইব্রাহিম লোদী    ।
Add


0 Comments:

Post a Comment