Wednesday, 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History Questions PDF in Bengali P12


Page 12

56. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?
(A) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের
(B) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের
(C) মালাবার উপকূলে আরব বণিকগণের
(D) সুফি সন্ত এবং আরবী পর্যটকগণের
[WBCS - 2016]

Correct Answer: [C] মালাবার উপকূলে আরব বণিকগণের।
Add
57. আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্র শিল্পীকে চিহ্নিত করুন
(A) ফারুক      
(B) মুশকিন       
(C) মনসুর      
(D) মুকুন্দ
[WBCS - 2015]

Correct Answer: [C] মনসুর      ।
Add
58. আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?   
(A)   শহরের শাসন ব্যবস্থায় ভারপ্রাপ্ত কর্মচারীকে    
(B)   সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে    
(C)   একজন শাসনতান্ত্রিক / কার্যনির্বাহী কর্মচারীকে    
(D)   এদের কাউকেই নয় 
[WBCS - 2011]

Correct Answer: [B]   সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে    ।
Add
59. অষ্টদিগ্গজ' গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন —       
(A) প্রথম দেবরায়      
(B) দ্বিতীয় দেবরায়      
(C) বীর নরসিংহ      
(D) কৃষ্ণদেব রায়  
[WBCS - 2017]

Correct Answer: [D] কৃষ্ণদেব রায়  ।
Add
60. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?     
(A) ফিরোজশাহ তুঘলক     
(B) চন্দ্রগুপ্ত মৌর্য      
(C) বিম্বিসার      
(D) আলাউদ্দিন খিলজী
[WBCS 2019]

Correct Answer: [D] আলাউদ্দিন খিলজী।
Add


0 Comments:

Post a Comment