Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Medieval Indian History Questions PDF in Bengali P12


Page 12

56. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?
(A) সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের
(B) একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের
(C) মালাবার উপকূলে আরব বণিকগণের
(D) সুফি সন্ত এবং আরবী পর্যটকগণের
[WBCS - 2016]

Correct Answer: [C] মালাবার উপকূলে আরব বণিকগণের।
Add
57. আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্র শিল্পীকে চিহ্নিত করুন
(A) ফারুক      
(B) মুশকিন       
(C) মনসুর      
(D) মুকুন্দ
[WBCS - 2015]

Correct Answer: [C] মনসুর      ।
Add
58. আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?   
(A)   শহরের শাসন ব্যবস্থায় ভারপ্রাপ্ত কর্মচারীকে    
(B)   সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে    
(C)   একজন শাসনতান্ত্রিক / কার্যনির্বাহী কর্মচারীকে    
(D)   এদের কাউকেই নয় 
[WBCS - 2011]

Correct Answer: [B]   সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে    ।
Add
59. অষ্টদিগ্গজ' গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন —       
(A) প্রথম দেবরায়      
(B) দ্বিতীয় দেবরায়      
(C) বীর নরসিংহ      
(D) কৃষ্ণদেব রায়  
[WBCS - 2017]

Correct Answer: [D] কৃষ্ণদেব রায়  ।
Add
60. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?     
(A) ফিরোজশাহ তুঘলক     
(B) চন্দ্রগুপ্ত মৌর্য      
(C) বিম্বিসার      
(D) আলাউদ্দিন খিলজী
[WBCS 2019]

Correct Answer: [D] আলাউদ্দিন খিলজী।
Add


0 Comments:

Post a Comment