Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History Important MCQ For Govt Exam P46


Page 46

226. বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল
(A) 1870
(B) 1875
(C) 1876
(D) 1880

Correct Answer: [B] 1875।
Add
227. ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি —
(A) ব্রাহ্মসমাজ
(B) আর্যসমাজ
(C) বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি [ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-1852 ]
(D) উপরের কোনটিইনয়।
[WBCS - 2011]

Correct Answer: [C] বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি [ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-1852 ]।
Add
228. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা —
(A) জি কে গোখলে
(B) এম জি রাণাডে
(C) বি জি তিলক
(D) ভি ডি সাভারকর
[WBCS - 2016]

Correct Answer: [A] জি কে গোখলে।
Add
229. ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ?
(A) নরমপন্থিদের আন্দোলনে সরকারি অবজ্ঞা
(B) ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার
(C) বঙ্গবিভাগ
(D) বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান
[WBCS - 2016]

Correct Answer: [C] বঙ্গবিভাগ।
Add
230. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে 'পূর্ণ স্বাধীনতা' অর্জনকে লক্ষ্য রূপে ঘোষণা করেছিল?
(A) লাহোর, 1929
(B) লক্ষ্ণৌ, 1916
(C) ত্রিপুরী, 1939
(D) বোম্বে, 1940
[WBCS - 2019]

Correct Answer: [A] লাহোর, 1929।
Add


0 Comments:

Post a Comment