Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History Questions and Answers in Bengali P56


Page 56

276. হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(B) কৃষ্ণকুমার মিত্র
(C) বিপিনচন্দ্র পাল
(D) শিবনাথ শাস্ত্রী
[WBCS - 2012]

Correct Answer: [A] হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
Add
277. কে 'নীলদর্পণ' অনুবাদ করেছিলেন ?
(A) রেভঃ জেমস লং
(B) উইলিয়াম কেরি
(C) সতীশ চন্দ্র মুখার্জী
(D) মাইকেল মধুসূদন দত্ত
[WBCS - 2013]

Correct Answer: [A] রেভঃ জেমস লং।
Add
278. কোন জায়গাকে সাঁওতালরা 'দামিন-ই-কোহ' বলত ?
(A) ধলভূম
(B) পালামৌ
(C) রাজমহল পাহাড়
(D) হাজারিবাগ
[WBCS - 2013]

Correct Answer: [C] রাজমহল পাহাড়।
Add
279. প্যারিসে 'বন্দেমাতরম' পত্রিকা কে সম্পাদনা করতেন?
(A) মাদাম কামা
(B) শ্যামজী কৃষ্ণাবর্মা
(C) লালা হরদয়াল
(D) ভূপেন দত্ত
[WBCS - 2012]

Correct Answer: [A] মাদাম কামা।
Add
280. 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ?
(A) গোয়া
(B) সুরাট
(C) কালিকট
(D) মাদ্রাজ
[WBCS - 2016]

Correct Answer: [B] সুরাট।
Add


0 Comments:

Post a Comment