Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History Quiz in Bengali P31


Page 31

151. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়—
(A) হাওড়া ও দিল্লির মধ্যে
(B) বোম্বে ও থানের মধ্যে
(C) হাওড়া ও বোম্বের মধ্যে
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2017]

Correct Answer: [B] বোম্বে ও থানের মধ্যে।
Add
152. 1857 -র মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন
(A) তাঁতিয়া টোপি
(B) রানী লক্ষ্মীবাঈ
(C) নানাসাহেব
(D) কুনওয়ার সিং
[WBCS - 2019]

Correct Answer: [C] নানাসাহেব।
Add
153. 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম কে শুরু করেছিলেন?
(A) সৈয়দ আহমেদ খান
(B) নওয়াব সালেম উল্লাহ
(C) বাদশা খান
(D) আবুল কালাম আজাদ

Correct Answer: [A] সৈয়দ আহমেদ খান।
Add
154. 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমন চালিয়েছিলেন ?
(A) রাসবিহারী বসু
(B) ভগৎ সিং
(C) ক্ষুদিরাম বোস
(D) অজিত সিং
[WBCS - 2012]

Correct Answer: [A] রাসবিহারী বসু।
Add
155. 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?
(A) সাতারা
(B) পুনে
(C) বেলগাঁও
(D) বেরার
[WBCS - 2018]

Correct Answer: [B] পুনে।
Add


0 Comments:

Post a Comment