Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern History Quiz in Bengali P31


Page 31

151. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়—
(A) হাওড়া ও দিল্লির মধ্যে
(B) বোম্বে ও থানের মধ্যে
(C) হাওড়া ও বোম্বের মধ্যে
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2017]

Correct Answer: [B] বোম্বে ও থানের মধ্যে।
Add
152. 1857 -র মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন
(A) তাঁতিয়া টোপি
(B) রানী লক্ষ্মীবাঈ
(C) নানাসাহেব
(D) কুনওয়ার সিং
[WBCS - 2019]

Correct Answer: [C] নানাসাহেব।
Add
153. 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম কে শুরু করেছিলেন?
(A) সৈয়দ আহমেদ খান
(B) নওয়াব সালেম উল্লাহ
(C) বাদশা খান
(D) আবুল কালাম আজাদ

Correct Answer: [A] সৈয়দ আহমেদ খান।
Add
154. 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমন চালিয়েছিলেন ?
(A) রাসবিহারী বসু
(B) ভগৎ সিং
(C) ক্ষুদিরাম বোস
(D) অজিত সিং
[WBCS - 2012]

Correct Answer: [A] রাসবিহারী বসু।
Add
155. 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?
(A) সাতারা
(B) পুনে
(C) বেলগাঁও
(D) বেরার
[WBCS - 2018]

Correct Answer: [B] পুনে।
Add


0 Comments:

Post a Comment