Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

আধুনিক ভারতীয় ইতিহাসের সাধারণ জ্ঞান P33


Page 33

161. অল ইন্ডিয়া কিশান সভা গঠিত হয়
(A) 1926
(B) 1936
(C) 1946
(D) 1956

Correct Answer: [B] 1936।
Add
162. অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ?
(A) 1918
(B) 1920
(C) 1922
(D) 1924
[WBCS - 2019]

Correct Answer: [C] 1922।
Add
163. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?
(A) সুভাষচন্দ্র বোস
(B) রাসবিহারী বসু
(C) শাহনওয়াজ খান
(D) ক্যাপ্টেন মোহন সিং
[WBCS - 2017]

Correct Answer: [B] রাসবিহারী বসু।
Add
164. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিঃ তে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনঃনামকরণ হয়েছিল ?
(A) শহীদ ভূমি
(B) 'শহীদ' ও 'স্বরাজ' দ্বীপ
(C) আজাদ হিন্দুস্তান
(D) জয় হিন্দি দ্বীপ
[WBCS - 2016]

Correct Answer: [B] 'শহীদ' ও 'স্বরাজ' দ্বীপ।
Add
165. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল—
(A) দেওবন্দ স্কুল
(B) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
(C) পীর ফকির মজলিস
(D) খিলাফৎ কমিটি
[WBCS - 2017]

Correct Answer: [B] অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ।
Add


0 Comments:

Post a Comment