Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

পশ্চিমবঙ্গ সরকারী পরীক্ষার অনলাইন প্রস্তুতি P38


Page 38

186. কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ?
(A) 1905
(B) 1911
(C) 1913
(D) 1947
[WBCS - 2015]

Correct Answer: [B] 1911।
Add
187. কোন বছরে রেগুলেশন এক্ট XVII দ্বারা সতি নিষিদ্ধ করা হয়েছিল
(A) 1829
(B) 1830
(C) 1835
(D) উপরের কোনটি নয়

Correct Answer: [A] 1829।
Add
188. কোন বৎসর সুভাষচন্দ্র বসু জার্মানীতে 'মহানিষ্ক্রমণ' ঘটেছিল ?
(A) 1939
(B) 1940
(C) 1941
(D) 1942
[WBCS - 2016]

Correct Answer: [C] 1941।
Add
189. কোন সালে কার নেতৃত্বে 'চট্টগ্রাম অস্ত্রাগার' লুণ্ঠিত হয়?
(A) 1930,সূর্য সেন
(B) 1929, বটুকেশ্বর দত্ত
(C) 1920, শচীন্দ্রনাথ সান্যাল
(D) 1930, রামপ্রসাদ বিসমিল
[WBCS - 2017]

Correct Answer: [A] 1930,সূর্য সেন।
Add
190. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার' নামে জনপ্রিয় ছিলেন’ ?
(A) ই ভি রামাস্বামী নাইকার
(B) সি ভি রমন পিল্লাই
(C) বই আর আম্বেদকর
(D) জ্যোতিবা ফুলে
[WBCS - 2018]

Correct Answer: [A] ই ভি রামাস্বামী নাইকার।
Add


0 Comments:

Post a Comment