Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

আধুনিক ভারতীয় ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর P47


Page 47

231. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?
(A) দিল্লি
(B) লাহোর
(C) পুনে
(D) সুরাট
[WBCS - 2016]

Correct Answer: [B] লাহোর।
Add
232. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে । এই বক্তব্য কে পোষণ করতেন ?
(A) লর্ড কার্জন
(B) লর্ড এলগিন
(C) লর্ড ল্যান্সডাউন
(D) লর্ড ডাফরিন
[WBCS - 2019]

Correct Answer: [D] লর্ড ডাফরিন।
Add
233. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন ?
(A) রাসবিহারী বসু
(B) ক্যাপ্টেন মোহন সিং
(C) নেতাজী সুভাষ চন্দ্র বসু
(D) উপরের কেউ নয়
[WBCS - 2015]

Correct Answer: [B] ক্যাপ্টেন মোহন সিং।
Add
234. ভারতে মুসলমানদের আধুনিকীকরণের প্রচেষ্টা শুরু করেছিলেন ?
(A) স্যার সৈয়দ আহমেদ খান
(B) আব্দুল লতিফ।
(C) মইনুল হক
(D) মো আকবর

Correct Answer: [A] স্যার সৈয়দ আহমেদ খান।
Add
235. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
(A) ক্লাইভ
(B) রিপন
(C) মেয়ো
(D) নর্থব্রুক
[WBCS - 2015]

Correct Answer: [C] মেয়ো।
Add


0 Comments:

Post a Comment