Thursday, 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

আধুনিক ভারতীয় ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর P47


Page 47

231. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?
(A) দিল্লি
(B) লাহোর
(C) পুনে
(D) সুরাট
[WBCS - 2016]

Correct Answer: [B] লাহোর।
Add
232. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে । এই বক্তব্য কে পোষণ করতেন ?
(A) লর্ড কার্জন
(B) লর্ড এলগিন
(C) লর্ড ল্যান্সডাউন
(D) লর্ড ডাফরিন
[WBCS - 2019]

Correct Answer: [D] লর্ড ডাফরিন।
Add
233. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন ?
(A) রাসবিহারী বসু
(B) ক্যাপ্টেন মোহন সিং
(C) নেতাজী সুভাষ চন্দ্র বসু
(D) উপরের কেউ নয়
[WBCS - 2015]

Correct Answer: [B] ক্যাপ্টেন মোহন সিং।
Add
234. ভারতে মুসলমানদের আধুনিকীকরণের প্রচেষ্টা শুরু করেছিলেন ?
(A) স্যার সৈয়দ আহমেদ খান
(B) আব্দুল লতিফ।
(C) মইনুল হক
(D) মো আকবর

Correct Answer: [A] স্যার সৈয়দ আহমেদ খান।
Add
235. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
(A) ক্লাইভ
(B) রিপন
(C) মেয়ো
(D) নর্থব্রুক
[WBCS - 2015]

Correct Answer: [C] মেয়ো।
Add


0 Comments:

Post a Comment