Page 26
126. কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে"?
(A) জে.এল. নেহরু
(B) এম.কে. গান্ধি
(C) বল্লভভাই প্যাটেল
(D) ড. রাজেন্দ্রপ্রসাদ ।
(A) জে.এল. নেহরু
(B) এম.কে. গান্ধি
(C) বল্লভভাই প্যাটেল
(D) ড. রাজেন্দ্রপ্রসাদ ।
[WBCS - 2011]
Correct Answer: [B] এম.কে. গান্ধি।
127. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড বেন্টিঙ্ক
(D) লর্ড ক্যানিং
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড বেন্টিঙ্ক
(D) লর্ড ক্যানিং
[WBCS - 2013]
Correct Answer: [B] লর্ড কর্ণওয়ালিশ।
128. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(B) ফেনি অভিযান
(C) কার্পোল অভিযান
(D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(B) ফেনি অভিযান
(C) কার্পোল অভিযান
(D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
[WBCS - 2013]
Correct Answer: [D] পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান।
129. কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল?
(A) চৌরিচৌরার গণ হিংসা
(B) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
(C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(D) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা
(A) চৌরিচৌরার গণ হিংসা
(B) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
(C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(D) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা
[WBCS - 2012]
Correct Answer: [A] চৌরিচৌরার গণ হিংসা।
130. কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন ?
(A) ভগবৎ গীতা
(B) মনুস্মৃতি
(C) সুলভা সূত্র
(D) পরাশর সংহিতা
(A) ভগবৎ গীতা
(B) মনুস্মৃতি
(C) সুলভা সূত্র
(D) পরাশর সংহিতা
[WBCS - 2013]
Correct Answer: [B] মনুস্মৃতি।
0 Comments:
Post a Comment