Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern Indian History MCQ Practice Set P57


Page 57

281. 1857 অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়ে নি ?
(A) বাংলা
(B) পাঞ্জাব
(C) অযোধ্যা
(D) সবকটি অঞ্চলেই
[WBCS - 2015]

Correct Answer: [No Input] ।
Add
282. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে ?
(A) পাবনা বিদ্রোহ
(B) নীল বিদ্রোহ
(C) সন্ন্যাসী বিদ্রোহ
(D) সাঁওতাল বিদ্রোহ
[WBCS - 2015]

Correct Answer: [B] নীল বিদ্রোহ।
Add
283. 1857 -রবিদ্রোহের সময় লক্ষ্মৌতেবিদ্রোহের নেতৃত্ব দেন
(A) বাহাদুর শাহ
(B) লিয়াকৎ আলি
(C) নানাসাহেব
(D) বেগম হজরৎ মহল
[WBCS - 2018]

Correct Answer: [D] বেগম হজরৎ মহল।
Add
284. 1907 সালে 'স্যার কার্জন উইলিকে' কে হত্যা করেন ?
(A) বি এন দত্ত
(B) এম এল ধিংড়া
(C) সর্দার অজিত সিং
(D) এস সি চ্যাটার্জী
[WBCS - 2016]

Correct Answer: [B] এম এল ধিংড়া।
Add
285. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় ?
(A) বাল গঙ্গাধর তিলক
(B) লালা লাজপৎ রাই
(C) পি. সীতারামাইয়া
(D) সি. রাজাগোপালাচারি
[WBCS - 2019]

Correct Answer: [A] বাল গঙ্গাধর তিলক।
Add


0 Comments:

Post a Comment