Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Modern Indian History MCQ with Solution P69


Page 69

340. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
(A) পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
(B) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে
(C) মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
(D) রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
[WBCS - 2015]

Correct Answer: [A] পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে।
Add
341. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে,সেটি ছিল—
(A) অযোধ্যা
(B) কাশ্মীর
(C) ত্রিবাঙ্কুর
(D) মহীশূর
[WBCS - 2017]

Correct Answer: [C] ত্রিবাঙ্কুর।
Add
342. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন
(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) স্যার সিরিল রাডক্লিফ
(C) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(D) স্যার পেথিক লরেন্স
[WBCS - 2019]

Correct Answer: [B] স্যার সিরিল রাডক্লিফ।
Add
343. ভারতের ঔপনিবেশিক শাসনবাবস্থার ইতিহাসে কোন ঘটনাকে প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসাবে বিবেচিত করা হয় ?
(A) চৌরিচৌড়ায় কৃষক বিদ্রোহ
(B) 1946 সালের নৌবাহিনীর বিদ্রোহ
(C) চট্টগ্রাম অস্ত্রোপচার রাইড
(D) 1857 সালে সিপাহি বিদ্রোহ

Correct Answer: [D] 1857 সালে সিপাহি বিদ্রোহ।
Add
344. ভারতের তিলক কমিউনিস্ট পার্টি (Tilak Communist party of India) আনুষ্ঠানিকভাবে গঠন হয় ?
(A) 1921
(B) 1924
(C) 1925
(D) 1926

Correct Answer: [C] 1925।
Add


0 Comments:

Post a Comment