Wednesday, 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস এমসিকিউ পিডিএফ ডাউনলোড করুন P17


Page 17

81. কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?     
(A) 1807  খ্রীঃ  
(B)   1809 খ্রীঃ    
(C)   1811 খ্রীঃ   
(D) 1813 খ্রীঃ
[WBCS - 2011]

Correct Answer: [B]   1809 খ্রীঃ    ।
Add
82. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় ?       
(A) পলাশীর যুদ্ধ, 1757        
(B) বক্সারের যুদ্ধ, 1764        
(C) তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92        
(D) চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
[WBCS 2019]

Correct Answer: [B] বক্সারের যুদ্ধ, 1764        ।
Add
83. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?       
(A) সুমিত সরকার     
(B) যদুনাথ সরকার      
(C) সুশোভন চন্দ্র সরকার    
(D) এস গোপাল
[WBCS - 2017]

Correct Answer: [B] যদুনাথ সরকার      ।
Add
84. কোন অঞ্চল দখলের জন্য বাহমানী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল ?       
(A) মাদুরাই    
(B) বরঙ্গল    
(C) মালাবার    
(D) রায়চুর দোয়াব  ।
[WBCS - 2011]

Correct Answer: [D] রায়চুর দোয়াব  ।।
Add
85. কে 'হইন্দভ ধর্মোদ্ধারক' (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?     
(A) গুরু রামদাস       
(B) শিবাজি       
(C) প্রথম বাজীরাও       
(D) বালাজী বাজীরাও
[WBCS - 2018]

Correct Answer: [B] শিবাজি       ।
Add


0 Comments:

Post a Comment