Page 17
81. কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
(A) 1807 খ্রীঃ
(B) 1809 খ্রীঃ
(C) 1811 খ্রীঃ
(D) 1813 খ্রীঃ
(A) 1807 খ্রীঃ
(B) 1809 খ্রীঃ
(C) 1811 খ্রীঃ
(D) 1813 খ্রীঃ
[WBCS - 2011]
Correct Answer: [B] 1809 খ্রীঃ ।
82. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় ?
(A) পলাশীর যুদ্ধ, 1757
(B) বক্সারের যুদ্ধ, 1764
(C) তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92
(D) চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
(A) পলাশীর যুদ্ধ, 1757
(B) বক্সারের যুদ্ধ, 1764
(C) তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92
(D) চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
[WBCS 2019]
Correct Answer: [B] বক্সারের যুদ্ধ, 1764 ।
83. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?
(A) সুমিত সরকার
(B) যদুনাথ সরকার
(C) সুশোভন চন্দ্র সরকার
(D) এস গোপাল
(A) সুমিত সরকার
(B) যদুনাথ সরকার
(C) সুশোভন চন্দ্র সরকার
(D) এস গোপাল
[WBCS - 2017]
Correct Answer: [B] যদুনাথ সরকার ।
84. কোন অঞ্চল দখলের জন্য বাহমানী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল ?
(A) মাদুরাই
(B) বরঙ্গল
(C) মালাবার
(D) রায়চুর দোয়াব ।
(A) মাদুরাই
(B) বরঙ্গল
(C) মালাবার
(D) রায়চুর দোয়াব ।
[WBCS - 2011]
Correct Answer: [D] রায়চুর দোয়াব ।।
85. কে 'হইন্দভ ধর্মোদ্ধারক' (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?
(A) গুরু রামদাস
(B) শিবাজি
(C) প্রথম বাজীরাও
(D) বালাজী বাজীরাও
(A) গুরু রামদাস
(B) শিবাজি
(C) প্রথম বাজীরাও
(D) বালাজী বাজীরাও
[WBCS - 2018]
Correct Answer: [B] শিবাজি ।
0 Comments:
Post a Comment