Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Most Important MCQ of Modern Indian History in Bengali P42


Page 42

206. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন ?
(A) পট্টভি সীতারামাইয়া
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) মৌলানা আজাদ
(D) জহরলাল নেহেরু
[WBCS - 2015]

Correct Answer: [A] পট্টভি সীতারামাইয়া।
Add
207. থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন ?
(A) হেনরি ডিরোজিও
(B) অ্যানি বেসান্ত
(C) ভগিনী নিবেদিতা
(D) মাদাম এইচ পি ব্লাভাটক্সি
[WBCS - 2016]

Correct Answer: [D] মাদাম এইচ পি ব্লাভাটক্সি।
Add
208. দি মোহামেডান-অ্যাংগলো-ওরিয়েন্টাল-ডিফেন্স এ্যাসোসিয়েশন' -এর শুরু করেছিলেন—
(A) স্যার সৈয়দ আহমদ খান
(B) টি বেক
(C) এ এস স্যামুয়েলসন
(D) এম এম মূলক
[WBCS - 2016]

Correct Answer: [A] স্যার সৈয়দ আহমদ খান।
Add
209. দিব্য জীবন ( লাইভ ডিভাইন ) এর লেখক কে ?
(A) স্বামী বিবেকানন্দ
(B) কেশব চন্দ্র
(C) সিস্টার নিবেদিত
(D) অরবিন্দ ঘোষ
[WBCS - 2011]

Correct Answer: [D] অরবিন্দ ঘোষ।
Add
210. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?
(A) ভি. ভি. গিরি
(B) সুভাষচন্দ্র বসু
(C) লালা লাজপত রাই
(D) সি. আর. দাস
[WBCS - 2018]

Correct Answer: [C] লালা লাজপত রাই।
Add


0 Comments:

Post a Comment