Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Geography For WBCS, WBHRB, WB Police, Rail Exam in Bengali P2


Page 2

6. নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার
[WBCS - 2011]

Correct Answer: [D] বিহার।
Add
7. গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয়
(A) মোহনার মাধ্যমে
(B) ব-দ্বীপের মাধ্যমে
(C) পাখির পায়ের মত মোহনার মাধ্যমে
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2011]

Correct Answer: [B] ব-দ্বীপের মাধ্যমে।
Add
8. নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :
(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) তুঙ্গভদ্রা
(D) সোন
[WBCS - 2011]

Correct Answer: [A] কৃষ্ণা।
Add
9. ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়
(A) লাক্ষাদ্বীপে
(B) দমন ও দিউ-এ
(C) সুন্দরবনে
(D) নর্মদা নদীর মোহনায়
[WBCS - 2011]

Correct Answer: [A] লাক্ষাদ্বীপে।
Add
10. ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :
(A) ঝিলাম
(B) শতদ্রু
(C) বিপাশা
(D) সিন্ধু
[WBCS - 2011]

Correct Answer: [B] শতদ্রু।
Add


0 Comments:

Post a Comment