Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Preparation for Government Jobs in West Bengal | Economy P18


Page 18

86. নিম্নে বর্ণিত কোনটি ভারতে ভবিষ্যৎ শিল্পোন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?
(A) শিল্পে শান্তি বজায় রাখা
(B) পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি
(C) বিনিয়োগকারীদের প্রভূত বিনিয়োগ করা
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [B] পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি।
Add
87. বি.পি.এল [BP.L.] মানে হল
(A) দারিদ্রসীমার নীচে (Below Poverty Line)
(B) সরকারী মামলার পিছনে (Behind Public Litigation)
(C) ব্যক্তিগত সীমার বাইরে (Beyond Private Limits)
(D) অনুর্বর সরকারী জমি (Barren Public Land)
[WBCS - 2013]

Correct Answer: [A] দারিদ্রসীমার নীচে (Below Poverty Line)।
Add
88. মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল, তা হল
(A) কৃষিক্ষেত্র
(B) পরিষেবা ক্ষেত্র
(C) ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র
(D) ক্ষুদ্র গ্রামীণ শিল্পক্ষেত্র
[WBCS - 2013]

Correct Answer: [C] ভারী মূলধনী বস্তু প্রস্তুতকারক শিল্পক্ষেত্র।
Add
89. শিল্পের জন্য ঋণ দান করে থাকে
(A) IDBI
(B) IFCI
(C) SFC সমূহ
(D) উপরের সবগুলিই
[WBCS - 2015]

Correct Answer: [D] উপরের সবগুলিই।
Add
90. গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হল
(A) প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
(B) গ্রামীন কৃষি ঋণ সংস্থা
(C) কৃষি ঋণ সংস্থা
(D) গ্রামীন ব্যাংক
[WBCS - 2015]

Correct Answer: [A] প্রাথমিক কৃষি ঋণ সংস্থা।
Add


0 Comments:

Post a Comment