Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Objective Question Answers of Modern Indian History P59


Page 59

290. অল ইন্ডিয়া কিশান সভাযার প্রথম সভাপতি কে ছিলেন?
(A) এন জি রাঙ্গা
(B) সুধিন প্রমানিক।
(C) স্বামী সাহাজনন্দ সরস্বতী
(D) রামনাথন লোহরি

Correct Answer: [C] স্বামী সাহাজনন্দ সরস্বতী।
Add
291. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
(A) মোতিলাল নেহেরু
(B) চিত্তরঞ্জন দাশ
(C) গান্ধীজি
(D) হসরত মোহানি
[WBCS - 2018]

Correct Answer: [B] চিত্তরঞ্জন দাশ।
Add
292. আই. এন. এ. -র বিখ্যাত বিচার-মামলা দিল্লীর লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
(A) 1945
(B) 1946
(C) 1947
(D) 1948
[WBCS - 2019]

Correct Answer: [B] 1946।
Add
293. আকালী আন্দোলন কখন শুরু হয়েছিল ?
(A) 1901
(B) 1911
(C) 1921
(D) 1931

Correct Answer: [C] 1921।
Add
294. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) রামমোহন রায়
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) শিবনাথ শাস্ত্রী
(D) কেশবচন্দ্র সেন

Correct Answer: [A] রামমোহন রায়।
Add


0 Comments:

Post a Comment