Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Objective Questions and Answers of Indian Polity P20


Page 20

96. নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার কর : Public Accounts -এর উপর Parliamentary Committee
1. লোকসভার 25 জন সদস্য -এর অধিক দ্বারা গঠিত হয় না ।
2. কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে public expenditure পরীক্ষা করে না কোন রকম technical অনিয়ম আছে কিনা জানার জন্য, উপরন্তু অর্থনৈতিক, স্বচ্ছতা, জ্ঞান এবং যথার্থতা দেখার জন্যও পরীক্ষিত হয় ।
3. ভারতের Comptroller এবং Auditor General এর রিপোর্ট পরীক্ষার জন্য ।
উপরিউল্লিখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক ?
(A) কেবলমাত্র
(B) 2 এবং 3
(C) কেবলমাত্র 3
(D) 1, 2 এবং 3
[WBCS - 2019]

Correct Answer: [B] 2 এবং 3।
Add
97. ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় SC এবং ST -র জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত ?
(A) 54তম সংশোধন
(B) 63তম সংশোধন
(C) 111তম সংশোধ
(D) 79তম সংশোধন
[WBCS - 2019]

Correct Answer: [D] 79তম সংশোধন।
Add
98. ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে ?
(A) 49
(B) 497
(C) 498
(D) 499
[WBCS - 2019]

Correct Answer: [B] 497।
Add
99. সুপ্রিম কোর্টের শবরিমালা রায়ে কোন বিচারপতি ভিন্নমত পোষণ করেছেন ?
(A) বিচারপতি ইন্দিরা ব্যানার্জী
(B) বিচারপতি নারিমান
(C) বিচারপতি খানুইল্কার
(D) বিচারপতি ইন্দু মালহোত্রা
[WBCS - 2019]

Correct Answer: [D] বিচারপতি ইন্দু মালহোত্রা।
Add
100. সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী 'forcing a person to undergo polygraph, brain mapping and narco analysis tests, as violative of
(A) ধারা 25
(B) ধারা 2
(C) ধারা 21 এবং ধারা 20(3)
(D) ধারা 360
[WBCS - 2018]

Correct Answer: [C] ধারা 21 এবং ধারা 20(3)।
Add

0 Comments:

Post a Comment