Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online MCQ Practice of Indian Geography in Bengali P31


Page 31

151. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ / খনন করা হয় না ?
(A) প্রাকৃতিক গ্যাস
(B) কর্দম
(C) বালি
(D) ভৌম জল
[WBCS - 2017]

Correct Answer: [A] প্রাকৃতিক গ্যাস।
Add
152. ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে ?
(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু
[WBCS - 2017]

Correct Answer: [D] তামিলনাড়ু।
Add
153. ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে ?
(A) মেঘালয়
(B) কেরালা
(C) রাজস্থান
(D) পশ্চিমবঙ্গ
[WBCS - 2017]

Correct Answer: [C] রাজস্থান।
Add
154. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?
(A) 1617
(B) 2145
(C) 2272
(D) 3300
[WBCS - 2016]

Correct Answer: [C] 2272।
Add
155. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
(A) দার্জিলিং
(B) আলিপুরদুয়ার
(C) কোচবিহার
(D) উত্তর দিনাজপুর
[WBCS - 2016]

Correct Answer: [A] দার্জিলিং।
Add


0 Comments:

Post a Comment