Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Practice Set For WB Govt Job in Bengali P39


Page 39

191. কবে ‘মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয় ?
(A) 1901
(B) 1906
(C) 1910
(D) 1915
[WBCS - 2015]

Correct Answer: [B] 1906।
Add
192. কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল ?
(A) রাসবিহারী বসু, 1942
(B) সুভাষচন্দ্র বসু, 1943
(C) ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ
(D) উপরোক্ত কোনো ব্যক্তি নয়
[WBCS - 2016]

Correct Answer: [C] ক্যাপ্টেন মোহন সিংয় -এর নেতৃত্বে (সিঙ্গাপুরে) 1942 -এ।
Add
193. কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল ?
(A) 1906
(B) 1909
(C) 1916
(D) 1940
[WBCS - 2015]

Correct Answer: [D] 1940।
Add
194. কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল
(A) 1829
(B) 1835
(C) 1858
(D) 1884

Correct Answer: [B] 1835।
Add
195. কলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?
(A) 1829 খ্রীঃ
(B) 1835 খ্রীঃ
(C) 1858 খ্রীঃ
(D) 1884 খ্রীঃ
[WBCS - 2011]

Correct Answer: [B] 1835 খ্রীঃ।
Add


0 Comments:

Post a Comment