Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Preparation for Government Jobs in West Bengal for Graduates P14


Page 14

66. ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে ?
(A) 274 ও 275 ধারা
(B) 275 ও 296 ধারা
(C) 275 ও 285 ধারা
(D) 275 ও 282 ধারা
[WBCS - 2017]

Correct Answer: [D] 275 ও 282 ধারা।
Add
67. "ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়— কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়" —কথাটি কে বলেছিলেন ?
(A) জহরলাল নেহের
(B) ডি বস
(C) ডঃ আম্বেদকর
(D) রাজেন্দ্র প্রসাদ
[WBCS - 2016]

Correct Answer: [B] ডি বস।
Add
68. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—
(A) 7
(B) 10
(C) 1
(D) 20
[WBCS - 2016]

Correct Answer: [C] 1।
Add
69. ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল
(A) দ্বিদলীয় ও সংসদীয়
(B) বহুদলীয় ও সংসদীয়
(C) রাষ্ট্রপতি প্রধান সরকার
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [B] বহুদলীয় ও সংসদীয়।
Add
70. রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন
(A) বিধান সভার সঞ্চালক তাতে সই করেন
(B) রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন
(C) রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন
(D) রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন
[WBCS - 2015]

Correct Answer: [B] রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন।
Add

0 Comments:

Post a Comment