Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Preparation of Indian Economy For WB Govt Jobs P14


Page 14

66. কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায়
(A) বর্গাদার দ্বারা চাষ
(B) চাষী নিজেই জমির মালিক
(C) ক্ষেতমুজর দ্বারা চাষ
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [B] চাষী নিজেই জমির মালিক।
Add
67. অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ ককরা হয় ?
(A) কৃষি, শিল্প ও যাতায়াত ক্ষেত্র
(B) কৃষি, শিল্পোৎপাদন ও সেবা ক্ষেত্র
(C) প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র
(D) প্রাথমিক, শিল্পোৎপাদন ও যাতায়াত ক্ষেত্র
[WBCS - 2015]

Correct Answer: [C] প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র।
Add
68. ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়
(A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
(C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
(D) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে
[WBCS - 2015]

Correct Answer: [B] দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে।
Add
69. শুষ্ক কৃষি (Dry Farming) সম্ভব হয় যদি
(A) Ground water ব্যবহার করা যায়
(B) Quick maturing এবং Resistant শষ্য চাষ করা যায়
(C) টেকনলজি উন্নত হয়
(D) উপরোক্ত প্রতিটিই
[WBCS - 2015]

Correct Answer: [B] Quick maturing এবং Resistant শষ্য চাষ করা যায়।
Add
70. নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত ?
(A) কর্পোরেশন কর
(B) বৃত্তি কর
(C) ভূমি রাজস্ব
(D) মদের উপর অন্তঃশুল্ক
[WBCS - 2016]

Correct Answer: [A] কর্পোরেশন কর।
Add


0 Comments:

Post a Comment