Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Online Preparation of Indian Polity For WB Govt Jobs P16


Page 16

76. ভারতের জাতীয় যোজনা কমিশন হল
(A) একটি স্ট্যাটুটারী সংস্থ
(B) কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর
(C) রাজ্য সরকারের একটি দপ্তর
(D) রিজার্ভ ব্যাঙ্কের একটি সাবসিডিয়ারী
[WBCS - 2013]

Correct Answer: [B] কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর।
Add
77. ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন
(A) ভারতের রাষ্ট্রপতি
(B) রাজ্যের রাজ্যপালগণ
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
[WBCS - 2013]

Correct Answer: [A] ভারতের রাষ্ট্রপতি।
Add
78. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা
(A) 6
(B) 7
(C) 8
(D) 9
[WBCS - 2013]

Correct Answer: [A] 6।
Add
79. নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
(A) আমেরিকান সংবিধান
(B) ফরাসি সংবিধান
(C) ভারতীয় সংবিধান
(D) ব্রিটিশ সংবিধান
[WBCS - 2012]

Correct Answer: [D] ব্রিটিশ সংবিধান।
Add
80. ভারতে সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ হল—
(A) 15 আগস্ট 1947
(B) 24 জুলাই 1948
(C) 20 জানুয়ারী 1951
(D) 26 জানুয়ারী 1950
[WBCS - 2012]

Correct Answer: [D] 26 জানুয়ারী 1950।
Add

0 Comments:

Post a Comment