Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

ভারতীয় ইতিহাস প্রশ্ন এবং উত্তর PDF Download P29


Page 29

141. কে বলেছিলেন 'আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে' ?
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) মতিলাল নেহরু
(C) জি.কে. গোখলে
(D) উপরের কেউই না
[WBCS - 2013]

Correct Answer: [C] জি.কে. গোখলে।
Add
142. কোন বছর জাতীয় কংগ্রেস 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গ্রহণ করে ?
(A) 1928
(B) 1929
(C) 1930
(D) 1931
[WBCS - 2013]

Correct Answer: [B] 1929।
Add
143. কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
(A) 1916
(B) 1920
(C) 1923
(D) 1926
[WBCS - 2013]

Correct Answer: [B] 1920।
Add
144. খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন?
(A) এম.এ. জিন্নাহ
(B) খান আবদুল গফফর খান
(C) এ.কে. আজাদ
(D) মহম্মদ আলি
[WBCS - 2012]

Correct Answer: [A] এম.এ. জিন্নাহ।
Add
145. বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
(A) দুদুমিয়াঁ
(B) তিতুমীর
(C) হাজী শরিয়াতুল্লা
(D) সঈদ আহমেদ
[WBCS - 2013]

Correct Answer: [D] সঈদ আহমেদ।
Add


0 Comments:

Post a Comment